বাংলাদেশে ডেঙ্গু জ্বরে ২৫৭ জনের মৃত্যু
2024-10-23 19:14:30

অক্টোবর ২৩: চলতি বছর বাংলাদেশে ডেঙ্গু জ্বরে ২৫৭ জন মারা গেছেন। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর গতকাল (মঙ্গলবার) এ তথ্য প্রকাশ করে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সেদিন বাংলাদেশে নতুন করে ১ হাজার ১৩৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত লোকের মোট সংখ্যা ৫২ হাজার ৫৮ জন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দ্রুত নগরায়নের প্রক্রিয়ায় আবর্জনা নিষ্পত্তি সমস্যা ও স্যানিটেশন ব্যবস্থার অভাব, ইত্যাদি কারণে এডিস মশার জন্য আদর্শ প্রজননের পরিস্থিতি তৈরি করেছে, যা ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটিয়েছে।

ডেঙ্গু জ্বরকে মৌসুমি রোগ হিসেবে বিবেচনা করা হলেও এখন বাংলাদেশে সারা বছরই ঘটে থাকে। গত বছর বাংলাদেশের রেকর্ডে সবচেয়ে খারাপ ডেঙ্গু জ্বর মহামারি হয়েছে, সারা বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)