মেক্সিকো সফর করল সিপিসি’র প্রতিনিধিদল
2024-10-23 14:58:43


অক্টোবর ২৩: মেক্সিকোর ক্ষমতাসীন দলে আমন্ত্রণে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের মন্ত্রী লি শু লেই’র নেতৃত্বে, একটি প্রতিনিধিদল গত ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মেক্সিকো সফর করে।

সফরকালে দলটি মেক্সিকোর ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট, স্পিকার, ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে এবং চীন-মেক্সিকো সভ্যতা বিনিময় আলোচনাসভায় যোগ দেয়।

সভায় লি শু লেই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রেসিডেন্টের কৌশলগত দিকনির্দেশনায়, চীন ও মেক্সিকো পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস গভীরতর করেছে, বাস্তব সহযোগিতায় ইতিবাচক ফলাফল অর্জন করেছে, এবং বহুপাক্ষিক প্লাটফর্মে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে।

তিনি বলেন, চীন ও মেক্সিকো "গ্লোবাল সাউথ" এবং বিশ্বের প্রাচীন সভ্যতার গুরুত্বপূর্ণ দুটি দেশ। চীন দু’দেশের প্রেসিডেনন্টদ্বয়ের উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং সি চিন পিং প্রস্তাবিত ‘বিশ্ব সভ্যতা উদ্যোগ’ বাস্তবায়নে মেক্সিকোর সাথে কাজ করতে ইচ্ছুক। পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, শিক্ষা, এবং পর্যটনসহ নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর করতেও আগ্রহী চীন।

সভায় মেক্সিকান পক্ষ বলেছে, নতুন মেক্সিকান সরকার চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করতে ও দু’দেশের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করতে আগ্রহী। (রুবি/আলিম/লাবণ্য)