অক্টোবর ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (মঙ্গলবার) রাশিয়ার কাজানে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি চিন পিং বলেন, বর্তমান বিশ্ব অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে এগুচ্ছে। কিন্তু, চীন-রুশ মৈত্রীর সম্পর্ক অপরিবর্তিত আছে ও থাকবে।
সি বলেন, বিগত ৭৫ বছর ধরে দু’দেশ, পারস্পরিক কল্যাণ, কৌশলগত সমন্বয়, ও বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতার চেতনা অনুসরণ করে এসেছে এবং উন্নয়ন ও আধুনিকায়ন-প্রক্রিয়ায় শক্তিশালী চালিকাশক্তি যোগানোর মাধ্যমে, দু’দেশের জনগণের কল্যাণ ও আন্তর্জাতিক ন্যায্যতার জন্য কাজ করে গেছে।
তিনি বলেন, বিশ্ব জটিল ও কঠোর পরিস্থিতির সম্মুখীন। তা সত্ত্বেও, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে চীন-রুশ সহযোগিতা ইতিবাচকভাবে সামনে এগিয়ে যাচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ হিসেবে, চীন ও রাশিয়ার উচিত, সার্বিক কৌশলগত সমন্বয় গভীরতর করা, জাতিসংঘ ও শাংহাই সহযোগিতা সংস্থার মতো বহুপক্ষীয় কাঠামোয় যোগাযোগ ও সমন্বয় ঘনিষ্ঠতর করা, দৃঢ়তার সাথে জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা, এবং আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষায় সচেষ্ট থাকা।
এ সময় পুতিন বলেন, বিগত ৭৫ বছরে রাশিয়া ও চীন নতুন যুগে পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে। দু’দেশের সহযোগিতা সাম্য এবং পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। রাশিয়া চীনের সাথে সহযোগিতা গভীরতর করে, দু’দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখতে চায়। এ ছাড়া, চীনের সাথে উচ্চ পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ এবং আন্তর্জাতিক বিষয়াদিতে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে, আন্তর্জাতিক ন্যায্যতা ও স্থিতিশীলতা রক্ষা করতেও ইচ্ছুক রাশিয়া। (প্রেমা/আলিম/ছাই)