অক্টোবর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ডানায় রূপ নিয়েছে। বাংলাদেশের সব সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত সারাদেশে কম-বেশি বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডানা’ মোংলা বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবুও এর প্রভাবে খুলনার উপকূলীয় এলাকায় শুরু হয়েছে বৃষ্টিপাত।
এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় খুলনায় প্রস্তুত রাখা হয়েছে ৬০৪টি সাইক্লোন শেল্টার। এসব শেল্টারে তিন লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রায় পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে।
অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলে কোথাও কোথাও কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়েছে।
ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এটি অতিপ্রবল না হলেও প্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস।
শান্তা/মিম