চীনে ১৫ হাজারের বেশি নিবন্ধিত দাতব্য সংস্থা রয়েছে
2024-10-23 19:23:30

অক্টোবর ২৩: চীনে বর্তমানে ১৫ হাজারেরও বেশি নিবন্ধিত দাতব্য সংস্থা রয়েছে, পাঁচ বছর আগের চেয়ে তা তিন গুণ বেড়েছে। মোট ২ হাজার ৬২টি দাতব্য ট্রাস্ট নিবন্ধিত হয়েছে, যা পাঁচ বছর আগের সংখ্যার ১৫ গুণ।

বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ (বুধবার) বেইজিংয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনের সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে, চীনের জনহিতকর শক্তি জোরালোভাবে বিকশিত হয়েছে এবং এর ভূমিকা ক্রমশ বিশিষ্ট হয়ে উঠেছে। মোট বার্ষিক অনুদান সর্বোচ্চ ২০০ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে দাতব্য সরকারের দুর্যোগ ত্রাণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পরিপূরক হয়ে উঠেছে। অসম্পূর্ণ পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সাল থেকে, সমাজের সমস্ত মহল ভূমিকম্প, বন্যা এবং অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৬ বিলিয়ন ইউয়ান দুর্যোগ ত্রাণ তহবিল এবং উপকরণ দান করেছে, দুর্যোগ প্রতিরোধ, হ্রাস এবং ত্রাণ কাজে জোরালোভাবে সমর্থন করেছে।

(লিলি/হাশিম/তুহিনা)