আমাদের ‘উদ্ভাবনমুখী ব্রিকস’ নির্মাণ এবং উচ্চমানের উন্নয়নে অগ্রগামী হতে হবে: সি চিন পিং
2024-10-23 20:25:07

অক্টোবর ২৩: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) সকালে রাশিয়ার কাজানে ১৬তম ব্রিকস নেতাদের বৈঠকে যোগ দেন এবং ব্রিকসের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

তিনি বলেন, আমাদের  ‘উদ্ভাবনমুখী ব্রিকস’ নির্মাণ এবং উচ্চমানের উন্নয়নে অগ্রগামী হতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং নতুন মানের উত্পাদন শক্তি গড়ে তুলতে হবে। চীন সম্প্রতি চীন-ব্রিকস বুদ্ধিমত্তা উন্নয়ন ও সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে, ভবিষ্যতে ব্রিকস গভীর সামুদ্রিক সম্পদ আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র, ব্রিকস বিশেষ অর্থনৈতিক অঞ্চল চায়না সহযোগিতা কেন্দ্র, ব্রিকস শিল্প ক্ষমতা চায়না কেন্দ্র, ব্রিকস ডিজিটাল ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম কো-অপারেশন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করবে। চীন সকল পক্ষের সক্রিয়ভাবে এ সব কার্যক্রমে অংশগ্রহণ করাকে স্বাগত জানায়।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)