অক্টোবর ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়ার কাজানে স্থানীয় সময় আজ (বুধবার) সকালে ১৬তম ব্রিকস নেতাদের বৈঠকে যোগ দেন এবং ব্রিকসের ভবিষ্যৎ উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
তিনি বলেন, আমাদের অবশ্যই ‘সবুজ ব্রিকস’ গড়ে তুলতে হবে এবং টেকসই উন্নয়নের অনুশীলনকারী হতে হবে। চীনের বৈদ্যুতিক গাড়ি, লিথিয়াম ব্যাটারি, ফটোভোলটাইক পণ্য ইত্যাদির উচ্চমানের উৎপাদন ক্ষমতা বিশ্বের সবুজ উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে। চীন ব্রিকসভুক্ত দেশগুলোর সাথে সবুজ শিল্প, পরিচ্ছন্ন শক্তি এবং সবুজ খনিজের সহযোগিতা সম্প্রসারণ করতে, সমগ্র শিল্প শৃঙ্খলের ‘সবুজ’ উন্নয়নকে উন্নীত করতে, সহযোগিতার ‘সবুজ বিষয়বস্তু’ সমৃদ্ধ করতে এবং উন্নয়নের গুণমানকে উন্নত করতে ইচ্ছুক।
(লিলি/হাশিম/তুহিনা)