দর্শক মাতাচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব
2024-10-23 15:51:26

অক্টোবর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চিনান ও ছেংতু শহরে শিশু চলচ্চিত্র উৎসব মাতিয়ে তুলেছে দর্শকদের। শিশুদের বিকাশ ও চলচ্চিত্রের নান্দনিকতাকে সংযুক্ত করার জন্য ১৭তম চায়না ইন্টারন্যাশনাল চিল্ডরেন’স ফিল্ম ফেস্টিভ্যাল সম্প্রতি শুরু হয়েছে।

উৎসবে চীনের ২০টি এবং জার্মানি, কানাডা এবং জাপানের মতো অন্যান্য দেশের ১৫টি সহ ৩৫টি শিশু চলচ্চিত্র পূর্ব চীনের শানতোং প্রদেশের রাজধানী চিনানে প্রদর্শিত হচ্ছে।

ছেংতুর দক্ষিণ-পশ্চিম মেট্রোপলিস ৩৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করবে, যার মধ্যে ২২টি চীনা চলচ্চিত্র এবং ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র রয়েছে।

১৯৮৯  সালে শুরু হওয়া চায়না ইন্টারন্যাশনাল চিলড্রেন'স ফিল্ম ফেস্টিভ্যাল চীনের অন্যতম প্রধান আন্তর্জাতিক চলচ্চিত্র ইভেন্টে পরিণত হয়েছে, যা সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করে। এটি সারা দেশে শিশুদের জন্য চলচ্চিত্র শিক্ষার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শান্তা/মিম