জাতিসংঘের ‘জীব বৈচিত্র্য কনভেনশনে’র পক্ষগুলোর ১৬তম সম্মেলন শুরু
2024-10-22 18:34:32

অক্টোবার ২২: ‘জীব বৈচিত্র্য কনভেনশন’ সম্পর্কিত জাতিসংঘের ১৬তম সম্মেলন (কপ ১৬), ‘জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টেজেনা প্রোটোকলে’র পক্ষগুলোর ১১তম সম্মেলন এবং ‘নাগোয়া প্রোটোকলে’র পক্ষগুলোর পঞ্চম সম্মেলন কলম্বিয়ার ক্যালিতে স্থানীয় সময় সোমবার শুরু হয়েছে। কপ-১৫ সম্মেলনের চেয়ারম্যান এবং চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুন ছিউ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে কলম্বিয়ার পরিবেশ ও টেকসই উন্নয়ন মন্ত্রী সুসানা মোহাম্মদের কাছে সভাপতিত্বের দায়িত্ব হস্তান্তর করেন।

কপ-১৬ সম্মেলনের থিম হল ‘প্রকৃতির সাথে শান্তি’। উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াং রুন ছিউ উল্লেখ করেন যে, জীব বৈচিত্র্য মানুষের বেঁচে থাকা ও বিকাশের ভিত্তি এবং পৃথিবীতে প্রাণীকুলেরও ভিত্তি। কপ-১৬ ‘খুনমিং-মন্ট্রিয়েল বিশ্ব জীব বৈচিত্র্য ফ্রেমওয়ার্ক’ অর্জিত হওয়ার পর পক্ষগুলোর প্রথম সম্মেলন হিসাবে, সংশ্লিষ্ট পক্ষ যৌথভাবে ‘কুনমিং-মেন্ট্রেল বিশ্ব জীব বৈচিত্র্য ফ্রেমওয়ার্ক’ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে, সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জগুলো নির্ণয় করবে, দূরদর্শী সমাধানের প্রস্তাব করবে এবং পরবর্তী লক্ষ্য অর্জনের জন্য একটি বাস্তব চিত্র পরিষ্কার করে আঁকবে।

কপ-১৬’র উচ্চ-পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হুয়াং রুন ছিউ একটি বক্তৃতা দেন। তিনি বলেন চীন সর্বদা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বৈশ্বিক জীববৈচিত্র্য সুরক্ষা প্রক্রিয়াকে সম্মিলিতভাবে উন্নীত করার জন্য সর্বোচ্চ রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং সবচেয়ে শক্তিশালী বাস্তবসম্মত পদক্ষেপ ব্যবহার করেছে। আলোচনার পর, হুয়াং রুন ছিউ এবং মোহাম্মদ যৌথভাবে ‘গণপ্রজাতন্ত্রী চীনের পরিবেশ মন্ত্রণালয় এবং কলম্বিয়া প্রজাতন্ত্রের পরিবেশ ও টেকসই উন্নয়ন মন্ত্রণালয়ের মধ্যে পরিবেশগত সহযোগিতা সংক্রান্ত সমঝোতা-স্মারক’ স্বাক্ষর করেন।

(স্বর্ণা/হাশিম/লিলি)