চীনের ২০২৩ ও ২০২৪ সালের কার্বন বাজারের কোটা বরাদ্দ শুরু
2024-10-22 18:38:12

অক্টোবর ২২: চীনের বাস্তুবিদ্যা ও পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি ২০২৩ ও ২০২৪ সালে বিদ্যুৎ উত্পাদন শিল্পের জন্য কার্বন নির্গমন কোটার বরাদ্দ, সমন্বয়, অনুমোদন, নিষ্পত্তি ইত্যাদি কাজের পরিকল্পনা জারি করেছে।

এবারের পরিকল্পনা সংশ্লিষ্ট নীতি পদক্ষেপের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি কার্বন নির্গমন গণনার পদ্ধতি, কর্মক্ষমতা সময়সূচি, কোটা বিনিময় নীতি সরলীকরণ ও অপ্টিমাইজেশান করেছে।

উল্লেখ্য, চীনের কার্বন নির্গমন লেনদেন বাজার ২০২১ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে, বিদ্যুৎ উত্পাদন শিল্পের ২ হাজারটিরও বেশি প্রধান কোম্পানি এতে অন্তর্ভুক্ত হয়েছে। এখন পর্যন্ত দুই কর্মক্ষমতা চক্র সম্পন্ন হয়েছে, কার্বন নির্গমন লেনদেন বাজার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)