অক্টোবর ২২: চতলি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের ব্যাংকের গ্রাহকদের পক্ষে বিদেশি আয় ৫.২৫৯৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, এর মধ্যে বাহ্যিক অর্থপ্রদান ৫.২৫৬৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, বিদেশি রসিদ ও পেমেন্ট উদ্বৃত্ত ২.৮ বিলিয়ন মার্কিন ডলার। আজ (মঙ্গলবার) চীনা রাষ্ট্রীয় পরিষদের প্রেস অফিসের একটি সংবাদ সম্মেলনে জাতীয় বৈদেশিক মুদ্রা ব্যুরোর উপ-পরিচালক ই লিয়ান হং এ তথ্য জানান।
তিনি আরও জানান, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের ব্যাংকের বিনিময় নিষ্পত্তি ১.৬৭৬২ ট্রিলিয়ন মার্কিন ডলার, বৈদেশিক মুদ্রা বিক্রয় ১.৭৯৭৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, ঘাটতি ১২১.৩ বিলিয়ন মার্কিন ডালর।
তিনি বলেন, চলতি বছরে চীনের আন্তঃসীমান্ত পুঁজির প্রবাহ ভারসাম্যপূর্ণ রয়েছে, বৈদেশিক মুদ্রা বাজার দৃঢ় স্থিতিস্থাপকতা দেখিয়েছে, বাজারের প্রত্যাশা ও লেনদেন যুক্তিসঙ্গত ও সুশৃঙ্খল, আরএমবির বিনিময় হার যুক্তিগত ও ভারসামপূর্ণ মাত্রায় স্থিতিশীলতা বজায় রেখেছে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)