ওয়ান্ডার’
2024-10-22 11:17:55

বন্ধুরা, এমন অনেক গান আছে, যখন ক্লান্ত লাগে, যখন মন খারাপ হয়, তখন সেসব গান মনে আনন্দ দিতে পারে, মনকে খুশি করতে পারে, মনের দুশ্চিন্তা দূর করতে পারে। আজ আপনাদের এমন গান শোনাবো, যাতে ব্যস্ত জীবনে আপনার মন কিছুটা শান্ত হয়।

বন্ধুরা, এখন শুনুন ‘ওয়ান্ডার’ নামের গানটি। গানের কণ্ঠশিল্পী ছেন লি। গানের কথায় বলা হয়, আমি মরুভূমিতে ঝড়বৃষ্টি দেখেছি। আমি তিমি মাছকে সমুদ্রে চুমু দিতে দেখেছি। আমি দেখেছি ভোরকে সন্ধ্যা তাড়া করে। তবে তোমাকে কখনো দেখিনি। আমি জানি, সৌন্দর্য বয়সের সাথে চলে যায়। জীবনের বাইরেও জীবন আছে। আমি জানি বাতাসে কবিতা আছে। তবে তোমাকে চিনি না।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন ‘হঠাত্ তোমাকে ভালোবেসেছি’ গানটি। গানের কথাগুলো এমন: তুমি নীরবে আমার হৃদয়ে বন্যার মত ঢুকেছো। অতীতের কথা ছড়িয়ে ছিটিয়ে আছে সব জায়গায়। আমি কখনো খেয়াল করিনি। আমি ঘটনাক্রমে তোমার প্রেমে পড়েছি। তবে শেষ পর্যন্ত আমাদের দূরত্ব বজায় রাখতে হবে। প্রেম ও ঘৃণার ঢেউ, পরিবর্তিত থাকে। স্মৃতি শুকিয়ে যাচ্ছে।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ‘আকাশ’ নামের গানটি। গানের কণ্ঠশিল্পী লান সিন ইয়ু এবং ফু রু ছিয়াও। গানের কথায় বলা হয়, আমি ভেবেছিলাম আমি দৃঢ়ভাবে চলতে পারবো না। স্বপ্ন শুধু একটি সুন্দর রূপকথা হতে পারে। কিন্তু আমি চিরকাল ছোট মেয়ে যে রূপকথায় বিশ্বাস করে। স্বপ্নের আকাশের দিকে তাকিয়ে আমিও দ্বিধাগ্রস্ত ছিলাম। জীবনের প্রতিটি মুহূর্ত একের পর এক মনে আসে। সেই ভাইয়েরা যারা স্কুল ফাঁকি দিয়ে একসাথে গেম খেলতেন। তুমি এখন কোথায়।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ‘নিজেকে আলিঙ্গন করি’ নামের একটি গান। গানের কথায় বলা হয়, নিজেকে আলিঙ্গন করুন, নিজেকে শান্ত করুন। একটু কাঁদতে চাইলে ঠিক আছে। আপনি আপনার সর্বোচ্চটা করেছেন এবং কেউ আপনাকে দোষ দিতে পারে না। যেমন গান বলে, নিজেকে সমর্থন করুক। নিজেকে আলিঙ্গন করুন, নিজেকে আদর করুন। বসতে চাইলে তাতে কিছু যায় আসে না। তুমি শুধু বিশ্বাস করতে ভুলে গেছ বাসায় গিয়ে। আমি জানি আপনি ঠিক আছেন চিন্তা করবেন না।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি গান, গানের নাম ‘আমি চাই’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও গান হবে, কথাও হবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)