ভিয়েতনামের নতুন প্রেসিডেন্টকে সি চিন পিংয়ের অভিনন্দন বার্তা
2024-10-22 19:26:38

অক্টোবর ২২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লুওং কুওংকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি ও ভিয়েতনামের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ বজায় রেখেছেন, একসঙ্গে চীন-ভিয়েতনাম সম্পর্ককে কৌশলগত তাত্পর্যের অভিন্ন কল্যাণের সমাজের নতুন যুগে নিয়ে গিয়েছে। গত আগস্টে ভিয়েতনামের প্রাক্তন প্রেসিডেন্ট তো লাম চীন সফর করেছেন, তার সঙ্গে চীন-ভিয়েতনামের অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছেন। কিছু দিন আগে আপনিও চীনে সফর করেন, চীন-ভিয়েতনাম সার্বিক কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন, কৌশলগত দৃষ্টিকোণ থেকে চীন-ভিয়েতনাম সম্পর্কে উপলব্ধি করতে সম্মত হন, দ্বিপাক্ষিক সম্পর্ক সঠিক পথে উন্নয়ন করতে নিশ্চিত করেন।

প্রেসিডেন্ট সি বলেন, দু’পক্ষের উচিত যৌথভাবে উচ্চ-পর্যায়ের মতৈক্য বাস্তবায়ন করা, চীন-ভিয়েতনাম সার্বিক কৌশলগত সহযোগিতায় আরও বেশি বাস্তব ফলাফল অর্জন করা এবং দু’দেশের আধুনিকায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা। চীন, ভিয়েতনাম নিজের দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ সমাজতান্ত্রিক পথ গ্রহণে দৃঢ়ভাবে সমর্থন করে। চীন-ভিয়েতনাম অভিন্ন কল্যাণের সমজা প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে দু’দেশের জনগণের জন্য আরও বেশি উপকার বয়ে আনবেন।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)