অক্টোবর ২: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আজ (মঙ্গলবার) দুপুরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিকসভুক্ত দেশগুলোর নেতাদের ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে একটি বিশেষ বিমানে কাজান গেছেন।
কাজান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রাশিয়ান ফেডারেশনের তাতারস্তান প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী মিন্নিখানভ, প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী, কাজানের মেয়র এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। চীনের প্রেসিডেন্টের সম্মানে সৈন্যরা লাল গালিচার উভয়পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সালাম জানায় এবং জাতীয় পোশাক পরা রাশিয়ান তরুণীরা ঐতিহ্যবাহী শিষ্টাচারের সাথে চীনা অতিথিদের স্বাগত জানান।
তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং হান হুই।
সি চিন পিংয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কমিটির কার্যালয়ের প্রধান ছাই ছি এবং সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রমুখ।
(লিলি/হাশিম/তুহিনা)