অক্টোবর ২২: আজ (মঙ্গলবার) সকাল ৮টা ১০ মিনিটে, থাইইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে, লংমার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে, থিয়ানপিং-৩ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে চীন। উপগ্রহটি যথাসময়ে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশও করেছে।
থিয়ানপিং-৩ মূলত বায়ুমণ্ডলীয় পরিবেশ জরিপ এবং অরবিটাল ভবিষ্যদ্বাণী মডেল সংশোধনের মতো পরিষেবা দেবে। (প্রেমা/আলিম/ছাই)