ইউক্রেনকে ৪০ কোটি ডলারের অতিরিক্ত সামরিক-সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
2024-10-22 14:21:28

অক্টোবর ২২: ইউক্রেনকে ৪০ কোটি ডলার মূল্যের অতিরিক্ত সামরিক-সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার গতকাল (সোমবার) এ কথা ঘোষণা করে। এদিকে, ইউক্রেন সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্যানুসারে, অতিরিক্ত সামরিক-সহায়তার মধ্যে থাকবে: "হাইমাস" রকেট লঞ্চারের জন্য প্রয়োজনীয় গোলা, মর্টার ও মর্টারের শেল, সাঁজোয়া যান, এবং অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র। প্রেসিডেন্ট বাইডেন নির্বাহী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট তহবিল সরাসরি অনুমোদন করেছেন।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ গতকাল (সোমবার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে, বাইডেন প্রশাসন ইউক্রেনে ৫৯৫০ কোটি ডলারেরও বেশি গুরুত্বপূর্ণ সামরিক-সহায়তা দিয়েছে। (রুবি/আলিম/সুবর্ণা)