অক্টোবর ২২: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদের “আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর বৈজ্ঞানিক উন্নয়নের প্রভাব” শীর্ষক মুক্ত অধিবেশনে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি একটি “দ্বি-ধারী তলোয়ার”, উন্নয়ন ও নিরাপত্তা সামগ্রিকভাবে পরিকল্পনা করতে হয়।
তিনি বলেন, উদ্ভাবন উত্সাহ দেওয়ার পাশাপাশি সংকট নিয়ন্ত্রণ করে, বৈজ্ঞানিক উন্নয়ন সত্যিকারভাবে বিভিন্ন দেশ ও বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে পারে।
ফু বলেন, বৈজ্ঞানিক উন্নয়ন মানবজাতির জন্য বিরাট সুবিধা ও সুযোগ ডেকে আনার পাশাপাশি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রশাসনে তিনি চীনের পক্ষ থেকে তিন-দফা অভিমত ব্যক্ত করেন: এক. “কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” হলো বৈজ্ঞানিক উন্নয়ন নিয়ন্ত্রণের মৌলিক চাহিদা; দুই. ডিজিটাল বিভাজনের সেতুবন্ধন শুধু অভিন্ন উন্নয়নের চাহিদা নয়, বরং নিরাপত্তা সংকট মোকাবিলার চাহিদা; তিন. নিরাপত্তার নিয়ন্ত্রণযোগ্যতা নিশ্চিত করা হলো বৈজ্ঞানিক উন্নয়নের নিচের লাইনের প্রয়োজনীয়তা। এআই সবসময় মানবজাতির নিয়ন্ত্রণে রাখতে হবে।
তিনি আরও বলেন, চীন জাতিসংঘের বিশ্ব বৈজ্ঞানিক প্রশাসনে প্রধান ভুমিকা পালনকে সমর্থন করে এবং বৈজ্ঞানিক প্রযুক্তির অভিন্ন উন্নয়ন, অভিন্ন নিরাপত্তা ও অভিন্ন অগ্রগতিতে সহায়তা বেগবান করার আহ্বান জানায়। (প্রেমা/আলিম/ছাই)