অক্টোবর ২২: চলতি বছরের প্রথম ৩ প্রান্তিকে চীনের উত্পাদন নিরাপত্তা পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল ও ভালো রয়েছে। দুর্ঘটনার মোট সংখ্যা ক্রমশ কমছে, গুরুতর দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুখপাত্র শেন চান লি এ কথা বলেন।
তিনি বলেন, চলতি বছরের প্রথম ৩ প্রান্তিকে চীনে বিভিন্ন ধরনের মোট ১৪ হাজার ৪০২টি উত্পাদন নিরাপত্তা দুর্ঘটনা ঘটেছে, এতে ১৩ হাজার ৪১২ জন মারা গেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ২৪.৫ ও ১৮.৫ শতাংশ কমেছে।
একই সময়ে চীনের প্রাকৃতিক দুর্ঘটনা স্থানিক ও সাময়িক বন্টনে সুস্পষ্ট পার্থক্য দেখিয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্ঘটনায় সারা দেশে মোট ৮৪.০২৭ মিলিয়ন মানুষ বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ৮৩৬ জন নিহত ও নিখোঁজ হয়েছে।
মুখপাত্র বলেন, চতুর্থ প্রান্তিক উত্পাদনের শীর্ষ সময় এবং উত্পাদন নিরাপত্তা দুর্ঘটনা প্রবণ হতে পারে। বিভিন্ন পর্যায়ের সরকারকে অবিচলভাবে দুর্যোগ প্রতিরোধ কাজ করে জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা রক্ষা করতে হবে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)