উদ্ভাবন ও নিরাপত্তায় ভারসাম্যের আহ্বান চীনা প্রতিনিধির
2024-10-22 16:48:37

অক্টোবর ২২, সিএমজি বাংলা ডেস্ক: বিজ্ঞান ও প্রযুক্তি হলো দুপাশ ধারালো তলোয়ারের মতো। উদ্ভাবনকে যেমন উৎসাহিত করতে হবে, তেমনি ঝুঁকির ব্যবস্থাপনা করতে হবে। এতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ সত্যিকার অর্থে দেশ ও জনগণের উপকারে আসবে। সোমবার আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা উন্নয়নে বৈজ্ঞানিক উন্নয়নের প্রভাব সংক্রান্ত ব্রিফিংয়ে এমনটা বলেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।

 

ফু ছোং বলেন, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার বিভ্রান্তি ছড়ায়, সামাজিক উত্তেজনা সৃষ্টি করে এবং সম্প্রদায়গুলোকে বিচ্ছিন্ন করে। ঘন ঘন সাইবার হামলা এবং সাইবার গুপ্তচরবৃত্তির ঘটনাগুলো অনেক দেশের নিরাপত্তা ও জনস্বার্থকেও ক্ষুণ্ন করেছে। গাজা ও লেবাননের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, এআই-চালিত অ্যালগরিদম এবং দূরবর্তী ম্যানিপুলেশনের কারণে অকল্পনীয় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

 

তিনি আরও বলেন, কিছু দেশ জাতীয় নিরাপত্তার ধারণাকে সরলীকরণ করে ঝুঁকি প্রতিরোধের ভিত্তিতে, অন্য দেশের উচ্চ-প্রযুক্তি উদ্যোগগুলোকে দমন করেছে।

 

ফু বলেন, তাদের এই অনুশীলনের আসল উদ্দেশ্য হলো তাদের নিজস্ব প্রযুক্তিগত একচেটিয়া অধিকারকে দৃঢ় করা এবং অন্য দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করা।

 

ফয়সল/শান্তা