অক্টোবর ২২: সোমবার বৈরুতের দক্ষিণাঞ্চলের রফিক হারিরি বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের কাছাকাছি একটি স্থাপনার ওপর বিমান-হামলা চালায় ইসরায়েল। এতে একটি শিশুসহ অন্তত ৪ জন নিহত এবং ২৪ জন আহত হয়। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলের জিনা এলাকার রফিক হারিরি বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল, যা জনস্বাস্থ্য মন্ত্রণালয়ভবনের কাছেই অবস্থিত। বিমান-হামলার পর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ২৫টি অ্যাম্বুলেন্স পাঠিয়ে উদ্ধারকাজে অংশ নেয়।
এদিকে, লেবাননের জাতীয় সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, সোমবার রাতে বৈরুতের দক্ষিণ উপকন্ঠের বহু এলাকায় ১৩ বার বিমান-হামলা চালায় ইসরায়েল। এতে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়।
ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সোমবার জানান, বৈরুতের সাহল হাসপাতালের ভূগর্ভস্থ বাঙ্কারে হিজবুল্লাহর সোনা ও টাকা রয়েছে। তবে, হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তি তা অস্বীকার করেন। (সুবর্ণা/আলিম/রুবি)