বিভিন্ন দেশের সঙ্গে যৌথ আলোচনা, নির্মাণ ও ভাগাভাগির মেধাস্বত্ব পরিচালনা কাঠামো তৈরি করতে ইচ্ছুক চীন
2024-10-22 19:01:42

অক্টোবর ২২: চীন বিভিন্ন দেশের সঙ্গে যৌথ আলোচনা, নির্মাণ ও ভাগাভাগির মেধাস্বত্ব পরিচালনা কাঠামো তৈরি করতে ইচ্ছুক, বিদেশি কোম্পানিগুলোকে চীনের উন্নয়ন ফলাফল আরও ভালোভাবে ভাগাভাগি করতে দেবে এবং জ্ঞান উদ্ভাবনের ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়কে উপকৃত করতে দেবে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান হাংচৌ আন্তর্জাতিক মেধাস্বত্ব সম্মেলন সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার সময় এ সব কথা বলেন।

মুখপাত্র বলেন, এবারের হাংচৌ আন্তর্জাতিক মেধাস্বত্ব সম্মেলন চীনা আন্তর্জাতিক বাণিজ্য প্রচার কমিটি ও আন্তর্জাতিক মেধাস্বত্ব রক্ষা সমিতি যৌথভাবে আয়োজন করেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মেধাস্বত্ব সম্মেলন চীনে আয়োজিত হয়, যা চীনের মেধাস্বত্ব রক্ষা কাজের প্রতি আন্তর্জাতিক সমাজের স্বীকৃতির প্রতিফলন।

লিন চিয়ান পরিচয় করিয়ে বলেন, চীন বিশ্বের প্রথম দেশ যার বৈধ দেশীয় উদ্ভাবনের পেটেন্টের পরিমাণ ৪ মিলিয়ন ছাড়িয়েছে, ‘পেটেন্ট কো-অপারেশন ট্রিটি’ (পিসিটি)-এর অধীনে আন্তর্জাতিক পেটেন্ট আবেদনের পরিমাণ টানা ৫ বছর ধরে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। চীন ৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে স্থিতিশীল সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে, ২০০টিরও বেশি মেধাস্বত্ব সহযোগিতা চুক্তি কার্যকর হচ্ছে।

তিনি বলেন, মেধাস্বত্ব রক্ষা শুধু চীনের উচ্চমানের উন্নয়নই প্রচার করে না, বরং ‘চীনা উত্পাদন’ থেকে ‘চীনা উদ্ভাবন’ পর্যন্ত রূপান্তর ত্বরান্বিত করেছে, চীনের উচ্চমানের উন্মুক্তকরণ সাহায্য করেছে, এবং চীনের বিদেশি কোম্পানিগুলোর জন্য ভালো বাণিজ্যিক পরিবেশ তৈরি করেছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)