চীনের অর্থনীতি সামনে এগুচ্ছে
2024-10-21 17:57:56

অক্টোবর ২১: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির প্রচেষ্টা কার্যকর হয়েছে। এ সময়, চীনের ভোক্তাবাজারে স্থিতিশীল প্রবৃদ্ধির প্রবণতা বজায় ছিল।

চলতি বছরের শুরু থেকেই চীনে গাড়ি, গৃহস্থালী যন্ত্রপাতিসহ বিভিন্ন পণ্যের বিক্রয় বাড়তে থাকে। সেপ্টেম্বর মাসে চীনের গার্হস্থ্য যন্ত্রপাতি ও অডিও-ভিজ্যুয়াল সরঞ্জাম বিক্রয় চলতি বছরে প্রথমবারের মতো ২০ শতাংশের বেশি বৃদ্ধি পায়, যা আগের মাসের তুলনায় ১৭.১ শতাংশ পয়েন্ট বেশি। এজন্য তৃতীয় প্রান্তিকে সামাজিক ভোগ্যপণ্য বিক্রি বাড়ে দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ০.১ শতাংশ পয়েন্ট।  

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনে অনলাইন বিক্রয়ও বেড়েছে। এ সময় ভৌত পণ্যের অনলাইন খুচরা বিক্রয় গত বছরের একই সময়ের তুলনায় ৭.৯ শতাংশ বৃদ্ধি পায়, যা ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয়ের ২৫.৭ শতাংশ। নতুন ই-কমার্স মডেল, যেমন লাইভ স্ট্রিমিং এবং তাত্ক্ষণিক খুচরা বিক্রয়ও দ্রুত বাড়ছে।

চলতি বছর চীনে ভ্রমণ-ব্যয় দ্রুত বৃদ্ধি পায়। প্রথম তিন প্রান্তিকে চীনে পরিষেবা খুচরা বিক্রয় গত বছরের একই সময়ের তুলনায় ৬.৭ শতাংশ বৃদ্ধি পায় এবং বৃদ্ধির হার একই সময়ে পণ্যের খুচরা বিক্রয়ের তুলনায় ৩.৭ শতাংশ পয়েন্ট বেশি। পরিবহন, সংস্কৃতি এবং অবসর পরিষেবার ব্যবহার বৃদ্ধির হার পরিষেবা ব্যবহারের সামগ্রিক বৃদ্ধির হারের চেয়ে বেশি। ভোক্তাবাজারে স্থিতিশীল প্রবৃদ্ধির প্রবণতার কারণে, চীনের অর্থনীতি মসৃণ গতিতে সামনে এগিয়ে যাচ্ছে।

চলতি বছরের প্রথম ‘চীন-ইউরোপ মালবাহী ট্রেন – সিআইআইই’ ২০ অক্টোবর শাংহাইয়ে পৌঁছায়। ট্রেনটি জার্মানির ডুইসবার্গ থেকে ছেড়ে যায় এবং সপ্তম সিআইআইই-এর জন্য প্রসাধনী এবং যন্ত্রপাতি ও সরঞ্জাম বহন করে, যার মোট মূল্য ছিল প্রায় ১০ কোটি ইউয়ান। 
(অনুপমা/আলিম/ছাই)