ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে চীনের ভোক্তা বাজার
2024-10-21 18:25:04

অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৪ সালের প্রথম নয়মাসে চীনের অভ্যন্তরীণ ভোক্তা বাজার স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এ তথ্য জানিয়েছে।

দেশটির অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করছে সরকার। বিশেষ করে গাড়ি ও গৃহস্থালি জিনিসপত্র ক্রয়ে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে।

সেপ্টেম্বরে গৃহস্থালি যন্ত্রপাতি এবং অডিও-ভিজ্যুয়াল সরঞ্জামের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দেশটির গ্রাহকরা বর্তমানে অনলাইনে পণ্য কেনার প্রতিও বেশ আগ্রহী হয়ে উঠেছেন। গত তিন মাসের তথ্য অনুযায়ী, অনলাইনে পণ্য বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯ শতাংশ।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি