অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কুইচোও প্রদেশে এখন চলছে চন্দ্রমল্লিকা বা ক্রিসেনথিমাম ফুল তোলার পালা। চন্দ্রমল্লিকা ফুলের ফসল ঘরে তুলছেন চাষীরা। কুইচোও প্রদেশের লিউপানশুই সিটির তাওয়ান টাউনশিপে ক্রিসেনথিমাম ফুলের মৌসুম চলছে। সাম্প্রতিক বছরগুলোতে লিউপানশুই সিটিতে চন্দ্রমল্লিকা ফুলসংশ্লিষ্ট শিল্প গড়ে উঠেছে। এখানকার চাষীরা এই ফুলের চাষের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করছেন।
চন্দ্রমল্লিকা ফুল দিয়ে চাসহ বিভিন্ন ভেষজ পণ্য তৈরি হয়। চন্দ্রমল্লিকা চা সমগ্র চীনেই জনপ্রিয় পানীয়।
শান্তা/মিম