সম্পূর্ণ অর্থায়িত এসজেটিইউ বৃত্তিতে চীনে উচ্চশিক্ষার সুযোগ
2024-10-21 18:23:03

অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক : চীনে উচ্চশিক্ষায় বৈশ্বিকভাবে বেশ জনপ্রিয় শাংহাই চিয়াও থং ইউনিভার্সিটি (এসজেটিইউ) বৃত্তি। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

 

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের চীনের নাগরিকত্ব থাকা যাবে না। শারীরিক ও মানসিক—উভয় দিক থেকেই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। ভালো অ্যাকাডেমিক দক্ষতা থাকতে হবে। মাস্টার্স ডিগ্রির জন্য আবেদনকারীদের অনার্স ও পিএইচডির জন্য আবেদনকারীদের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

 

আবেদন পদ্ধতি

https://isc.sjtu.edu.cn/EN/content.aspx?info_lb=38&flag=2

আগ্রহী প্রার্থীরা উপরের লিংকে গিয়ে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ লিংকে গিয়ে একইভাবে বৃত্তিটি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫।

 

নাহার/শান্তা