অক্টোবর ২১: গত শনিবার কাজানে, চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে, একটি ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে সিনহুয়া বার্তা সংস্থার নির্বাচিত ৩৬টি ছবি স্থান পায়। এ সব ছবিতে সংস্কৃতি, আর্থ-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দু’দেশের আদান-প্রদান ও সহযোগিতার সাফল্য ফুটে উঠেছে।
তাতারস্তান প্রজাতন্ত্রের প্রেস প্রকাশনা ও গণমাধ্যম বিভাগের প্রধান সেলিমগারায়েভ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সাংস্কৃতিক বিনিময় রাশিয়া-চীন পারস্পরিক বোঝপড়া বৃদ্ধিতে সহায়ক। এবারের ছবি প্রদর্শনী স্থানীয় নাগরিকদের চীনকে আরও ভালোভাবে জানার সুযোগ দেবে।
প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত। (সুবর্ণা/আলিম/রুবি)