অক্টোবর ২১: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধে কিউবার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং জনগণের জীবনে ব্যাপক ক্ষতি করছে। চীন, যুক্তরাষ্ট্রকে যত তাড়াতাড়ি কিউবার বিরুদ্ধে অবরোধ ও নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র এ সব কথা বলেন।
মুখপাত্র বলেন, চীন আবার যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম মেনে চলে কিউবার বিরুদ্ধে অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহবান জানিয়েছে। যা যুক্তরাষ্ট্র ও কিউবার জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য সহায়ক, এবং যা আন্তর্জাতিক সমাজের অভিন্ন প্রত্যাশা।
তিনি আরও বলেন, চীন কিউবার ভালো বন্ধু, কিউবার যে সমস্যা সম্মুখীন হচ্ছে তাতে চীন একই অনুভূতি পায়। চীন বিশ্বাস করে কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কিউবার জনগণ নিশ্চয় বাধা অতিক্রম করবে, সমাজতন্ত্রের উন্নয়ন আরও সামনে এগিয়ে নিতে যাবে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)