অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক: প্রথমবারের মতো চীনে শুরু হয়েছে বুদ্ধিমান বিল্ডিং ইন্ডাস্ট্রি এক্সপো । রোববার দক্ষিণ চীনের শেনচেনে শুরু হয় এই দুই দিনব্যাপী এক্সপো।
এবারের এক্সপো এক হাজারেরও বেশি নতুন উদ্ভাবিত পণ্য প্রদর্শিত হচ্ছে। এরমধ্যে আছে বিল্ডিং তৈরিতে ব্যবহৃত আধুনিক ও ডিজিটাল নির্মাণসামগ্রী ।
এবারের এক্সপোতে ১১টি দেশ ও অঞ্চলের ১৪০টিরও বেশি উদ্ভাবনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
আয়োজকরা বলছে, এই এক্সপোর মাধ্যমে উদ্ভাবনী পণ্যের বাণিজ্যে মোট ৪ বিলিয়ন ইউয়ান মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিসিটিভি