অক্টোবর ২১: গতকাল (রোববার) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরীয় শরণার্থীদের নিরাপদে জন্মভূমিতে ফিরিয়ে আনা তার সরকারের সবচেয়ে জরুরি কাজ।
সিরিয়ায় সফররত জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি আরও বলেন, শরণার্থীদের জন্মভূমিতে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয়েছে এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতিও অর্জিত হয়েছে।
এ সময় সাফাদি বলেন, সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টাকে জর্ডান সমর্থন করে। তার দেশ, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে, সিরীয় শরণার্থীদের জন্মভূমিতে ফিরতে সাহায্য করবে।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। ফলে লক্ষ লক্ষ সিরীয় শরণার্থী জর্ডান, লেবানন, তুরস্ক ও ইরাকে আশ্রয় নেয়। জাতিসংঘের শরণার্থী বিভাগের পরিসংখ্যান অনুসারে, জর্ডানে সিরীয় শরণার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ। (সুবর্ণা/আলিম/রুবি)