অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার পদক্ষেপ চীনের তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতাকে ব্যাহত করেছে বলে মন্তব্য করেছে চীন। রোববার তাইওয়ান প্রণালী দিয়ে মার্কিন এবং কানাডিয়ান যুদ্ধজাহাজ যাওয়ার প্রতিক্রিয়ায় সোমবার চীনের একজন সামরিক মুখপাত্র এ মন্তব্য করেছেন।
চাইনিজ পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র লি সি বলেছেন, কমান্ড সর্বদা উচ্চ সতর্কতা অবলম্বন করে এবং জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে।
মুখপাত্র জানিয়েছেন, রোববার মার্কিন ডেস্ট্রয়ার হিগিন্স এবং কানাডিয়ান ফ্রিগেট ভ্যাঙ্কুভার প্রণালীর মধ্য দিয়ে ট্রানজিট করেছে।
লি আরও জানান, কমান্ড দ্বারা সংগঠিত নৌ ও বিমান বাহিনী পুরো প্রক্রিয়া চলাকালীন প্রণালীর মধ্য দিয়ে জাহাজের যাতায়াতকে নিবিড়ভাবে অনুসরণ, পর্যবেক্ষণ এবং আইন ও বিধি অনুসারে পরিস্থিতি মোকাবেলা করে।
শান্তা/মিম
তথ্য: সিজিটিএন