সম্প্রতি অনেক বিদেশি ভ্রমণ ব্লগার চীনের সংস্কৃতি ও পর্যটন শিল্প মেলায় অংশ নেওয়ার জন্য প্রথমবারের মতো চীনের থিয়ানচিনে আসেন এবং দ্রুত শহরটিকে ভালোবেসে ফেলেন।
‘থিয়ানচিনে কী কী চীনা সংস্কৃতির বৈশিষ্ট্যময় দর্শনীয় স্থান আছে’, ‘থিয়ানচিনে কী কী বৈশিষ্ট্যময় হাল্কা খাবার আছে’, ‘আমার জন্য দু’দিন থিয়ানচিন ভ্রমণের বন্দোবস্ত করুন’—মোলদভার পূর্ণকালীন ভ্রমণ ব্লগার আইরিন মেলা চলাকালে ‘সাংস্কৃতিক ভ্রমন বুদ্ধিমান এসকর্ট’ ব্যবস্থার মাধ্যমে দ্রুতভাবে থিয়ানচিন ভ্রমণ টিপস পান।
“চীনের প্রত্যেক শহর অদ্বিতীয়। থিয়ানচিনও।” আইরিন এমন কথা বলেছেন। তিনি থিয়েনচিনে তাঁর দেখাশোনার বিষয়গুলো নিজের সামাজিক যোগাযোগ অ্যাকাউন্টে পোস্ট করেন, যাতে আরো বেশি বিদেশী নেটিজেন শহরটির আকর্ষণীয় শক্তিও অনুভব করতে পারবেন।
ব্রিটিশ পর্যটক মিকায়েলা বলেন, চীনে আসলে ভূ-বৈচিত্র্য আপনাকে বিস্মিত করবে। মেলায় তিনি শুধু থিয়ানচিনের বৈশিষ্ট্যময় হাল্কা খাবার খান নয়, বরং খুব কাছে থেকে চীনা সংস্কৃতি অনুভব করেছেন।
থিয়ানচিন জাতীয় সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রের কর্মী সোং মিংছুন জানান, ২০২১ সালের জুন প্রথম পর্ব প্রদর্শনী হল চালু হওয়া থেকে এ পর্যন্ত মোট ৯৪টি প্রদর্শনী, সম্মেলন বা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দর্শকের সংখ্যা ৪৫ লাখের বেশি।
চীনে প্রদর্শনী শিল্প উন্মুক্তকরণ মাত্রা, উন্নয়ন প্রাণশক্তি ও সুপ্তশক্তি পরিমাপ করা গুরুত্বপূর্ণ প্রতীকগুলোর অন্যতমে পরিণত হয়েছে। থিয়ানচিন ব্যুরো অফ কমার্সের প্রধান সুন চিয়াননান বলেন, প্রদর্শনী হলো থিয়ানচিনের অর্থনৈতিক সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার গুরুত্বপূর্ণ আকর্ষণীয় শক্তি।
বৈদেশিক বাণিজ্যের বড় প্রদেশ কুয়াংতোং ১৩৫ বার ক্যান্টো মেলার আয়োজন করেছে এবং চীনের সবচেয়ে সুদীর্ঘ ইতিহাসের বহুমুখী আন্তর্জাতিক বাণিজ্য মহা-সম্মেলনে পরিণত হয়ে বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। ‘চীনের ই-কর্মাস নগর’, ‘ডিজিটাল অর্থনীতির প্রথম নগর’, হাংচৌ ডিজিটাল বাণিজ্য মেলার স্তম্ভ হিসেবে বিশ্ব ডিজিটাল বাণিজ্য ক্ষেত্রের প্রতীকিমূলক মেলা তৈরি করার চেষ্টা চালায়।
চায়না কনভেনশন/প্রদর্শনী/ইভেন্ট সোসাইটির (সিসিইইএস) প্রধান ছ্যুই ওয়েসি বলেন, চীনের অনেক জায়গা নিজেদের কার্যকরী অবস্থান এবং উন্নয়ন চাহিদা অনুযায়ী, বেশ কিছু প্রদর্শনীর মাধ্যমে সুবিধাজনক বৈশিষ্ট্য সুসংহত করার পাশাপাশি আন্তর্জাতিক প্রভাবশক্তি উন্নীত করেছে।
এছাড়া, বিভিন্ন জায়গার প্রদর্শনী অর্থনীতি সম্মেলন, ফোরাম, উত্সব ও কার্যক্রমসহ বহুমুখী দিকে উন্নয়ন করে, স্থানীয় নতুন পণ্যভোগের বৃদ্ধি পয়েন্ট লালন করে। (প্রেমা/হাশিম)