অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিং শহরে নেমেছে হেমন্তের হালকা ঠাণ্ডা আমেজ। এসময় ফাংশান জেলার পাহাড়ী অরণ্য সেজেছে অপরূপ সাজে। বেইজিংয়ের ওয়েস্টার্ন হিলস এলাকায় থাইহোং পাহাড়ের পূর্বে এর অবস্থান। এখানে অনেক নদী ও জলাশয় রয়েছে। তাশি নদী, ইয়ংতিং নদী, সিয়াওছিং নদী এখান দিয়ে প্রবাহিত হয়েছে।
কাছেই রয়েছে আদিম মানবের বাসস্থানের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাইট চৌখৌ তিয়ান।
ফাংশান জেলার পোফ্যংলিং দর্শনীয় স্থানে এখন পর্যটকদের ভিড় জমেছে। এখানে উপর থেকে পাহাড়ি অরণ্যের রঙিন শোভা দেখার জন্য ক্যাবলকারের ব্যবস্থাও রয়েছে।
এখান এখানে গাছের রঙিন পাতার চোখ জুড়ানো সৌন্দর্য দেখা যাবে।
শান্তা/মিম