মাঝারি ও ছোট আকারের উদ্যোগুলোর অর্থায়ন পরিষেবা ব্যবস্থা সম্পূর্ণ করা হবে
2024-10-21 19:45:36

অক্টোবর ২১: চীনে বিশিষ্ট ও উদ্ভাবনী মাঝারি ও ছোট আকারের উদ্যোগগুলোর জন্য অর্থায়ন ব্যবস্থা সম্পূর্ণকরণ করা হবে। গতকাল রোববার সকালে বেইজিং স্টক এক্সচেঞ্জ, জাতীয় ইকুইটিজ এক্সচেঞ্জ এন্ড কুয়োটেশনস কর্পোরেশন এবং শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে ফাইনান্সিয়াল স্ট্রিট ফোরামের বার্ষিক সম্মেলনে এ নিয়ে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, তিনটি পক্ষ সমন্বিত সহযোগিতা জোরদার করে ব্যবস্থা সংযুক্ত, শিল্প প্রতিষ্ঠান লালন এবং কার্যক্রমের সংযুক্ত তিনটি দিক থেকে সহযোগিতা জোরদার করবে। নীতিব্যবস্থা সংযুক্তির ক্ষেত্রে, এ সব নতুন উদ্যোগ বেইজিং স্টক এক্সচেঞ্জের তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সহায়ক ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্প চেইনে গুরুত্বপূর্ণ ছোট আকারের উদ্যোগগুলোকে বিশেষ অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে সাহায্য দেওয়া হবে। তথ্য ভাগাভাগির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা ও বিশেষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে, যাতে সম্পূর্ণভাবে অর্থায়নের সব দিকে তথ্য সংযুক্ত করা যায়।

 (স্বর্ণা/হাশিম/লিলি)