অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক: জমে উঠছে চীনের রাজধানী বেইজিংয়ের রাতের অর্থনীতি। সম্প্রতি রাতের অর্থনীতি চাঙ্গা করতে তিন সপ্তাহব্যাপী লাইটশো এবং সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করেছে স্থানীয় সরকার।
শহরের বিভিন্ন স্থান যেমন- পার্ক, শপিং মল ও হলগুলোতে চলছে লাইটশোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। যার ফলে এসব জায়গায় বেড়েছে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের আনাগোনা।
এ ছাড়া রাতের আলোয় বিভিন্ন স্ট্রিট ফুড খাওয়া, লেকগুলোতে ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছে পর্যটকরা।
নাইট মার্কেট বা রাতের অর্থনীতি চীনের পর্যটন, বাজার অর্থনীতি ও বিনোদন শিল্পে একটি সাফল্যজনক অভিধা।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিসিটিভি