চীনের সেরা টিভি সিরিজ ‘থ্রি বডি’
2024-10-21 18:31:49

অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক:  বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর উপন্যাস "দ্য থ্রি-বডি প্রবলেম"-এর টিভি রূপান্তর ’’থ্রি-বডি’‘ চীনের জাতীয় টিভি শিল্প পুরস্কারে সেরা টিভি সিরিজ হিসেবে নির্বাচিত হয়েছে।

নাটকের পরিচালক ইয়াং লি রোববার চীনের হুনান প্রদেশের ছাংশাতে চায়না টিভি গোল্ডেন ঈগল পুরস্কারে সেরা পরিচালকের সম্মান অর্জন করেছেন।  

পুরস্কার গ্রহণের সময় তিনি জানান. চীনা সায়েন্স ফিকশন তথা বিজ্ঞান কল্পকথা পর্দায় চিত্রায়ন একটা বড় চ্যালেজ্ঞ, যখনই এই বিষয় আসে, সাথে সাথে দর্শকদের কল্পনায় আসে পশ্চিমা সিনেমা।

’থ্রি বডি’ তৈরির সময় পরিচালক একটি ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন চীনা পরিচয় বহন করবে এমন একটি  বৈজ্ঞানিক কল্পকাহিনী তৈরি করতে।

২০২৩ এর জানুয়ারিতে মুক্তির পর ৩০ পর্বের সিরিজটি দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে। গেল রোববার পর্যন্ত চীনের জনপ্রিয় দর্শক রিভিউ প্ল্যাটফর্ম তোওপানে চার লাখ আশি হাজারেরও বেশি দর্শক সিরিজটিকে ১০ য়ের মধ্যে ৮.৭ রেটিং দিয়েছেন।

হুগো পুরস্কার জয়ী লিউ সিসিন রচিত ‘’দ্য থ্রি-বডি প্রবলেম" প্রথম সায়েন্স ফিকশন ট্রিলজি।   এর পটভূমি পদার্থবিদ ইয়ে ওয়েনচির সঙ্গে ট্রিসোলার সভ্যতার যোগাযোগ, যে সভ্যতায় তিন সূর্য ব্যবস্থা বিদ্যমান। শতাব্দী ধরে চলতে থাকা পৃথিবীর বাসিন্দাদের সাথে এলিয়েনদের সংঘর্ষও রয়েছে উপন্যাসে।

রাসেল/শান্তা

তথ্য: সিনহুয়া