প্রথম "চিনপো" ট্রেন শাংহাইয়ে পৌঁছেছে
2024-10-21 14:27:30

অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম চীন-ইউরোপ মালবাহী ট্রেন 'চিনপো' পূর্ব চীনের শাংহাইয়ের মিনহাং স্টেশনে পৌঁছেছে। রোববার এই ট্রেন এসে পৌঁছায়।

 

চিনপো শব্দটি চীনা ভাষায় চীন আন্তর্জাতিক আমদানি মেলার সংক্ষিপ্ত রূপ। তাইতো প্রথম যাত্রায় ৭ম চীন আন্তর্জাতিক আমদানি মেলার প্রদর্শনী সামগ্রী পরিবহন করে চিনপো ট্রেন।

এই ট্রেনটি ২১ দিনে ১১ হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে।

 

এই ট্রেনে রয়েছে ২০ ফুট উচ্চতার ৭৬টি পণ্যবোঝাই কন্টেইনার,যার মূল্য প্রায় ১০০ মিলিয়ন ইউয়ান। পাশাপাশি এই ট্রেনে কসমেটিকস এবং যান্ত্রিক যন্ত্রপাতিও রয়েছে।

 

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া