অক্টোবর ২১: সুদানের মধ্য দিয়ে দক্ষিণ সুদানের তেল রপ্তানি পুনরায় শুরু করার বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে। সম্প্রতি সুদানের সার্বভৌম কাউন্সিলের চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ আবদেল ফাত্তাহ আল-বুরহান সফররত দক্ষিণ সুদানের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা তুত গালওয়াকের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন।
গালওয়াক এক বিবৃতিতে বলেন, তেল দু’দেশের জনগণের জন্যই গুরুত্বপূর্ণ। সুদানের মধ্য দিয়ে দক্ষিণ সুদানের তেল রপ্তানির পথে সকল বাধা দূর করা জরুরি। দুই দেশের জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় এই সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসবে। (রুবি/আলিম/সুবর্ণা)