অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক : চীনের ইয়ুননান প্রদেশের খুনমিং শহরে চলছে চীন-থাইল্যান্ডের যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক মহড়া। ‘কমান্ডো ২০২৪’ নামে এই মহড়া শুরু হয় গত মঙ্গলবার।
শনিবার, একটি রেলস্টেশনে চলে প্রশিক্ষণ কার্যক্রম। দুই দেশের সদস্যদের সমন্বয়ে গঠিত একদল সেনা সন্ত্রাসীর ভূমিকায় ট্রেনের কামরাগুলোতে হামলা চালায় এবং সাধারণ যাত্রীকে জিম্মি করার অভিনয় করে । পরবর্তীতে সামরিক বাহিনীর সৈন্যরা তাদের উদ্ধার করে।
চীনা দলের সদস্য লো শুনছি বলেন, "আমরা রেলওয়ে স্টেশনে হাইজ্যাকিং এবং অ্যান্টি-হাইজ্যাকিং নিয়ে প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণের সময় আমরা থাই সহযোগীদের সঙ্গে নতুন কৌশল নিয়ে আলোচনা করেছি। ছোট জায়গায় আমরা বিভিন্ন কৌশলে উদ্ধারকাজ চালিয়েছি”।
এই মহড়া দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাই এবারের মহড়াটি নিয়ে উচ্চ প্রত্যাশা করছেন উভয় দেশের সামরিক কর্মকর্তারা ।
এবারের মহড়াটি চীনা ও থাই স্থল বাহিনীর মধ্যে "স্ট্রাইক" যৌথ প্রশিক্ষণ সিরিজের ৭ম মহড়া। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই যৌথ সামরিক মহড়া চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
নাহার/শান্তা
তথ্য ও ছবি- সিসিটিভি