‘ধূসর ট্র্যাক’
2024-10-21 15:09:21

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের হংকংয়ের রক ব্যান্ড ‘বিয়ন্ড’-এর ‘গৌরবময় দিন’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেবো ব্যান্ডদল ‘বিয়ন্ড’ (beyond)-এর সাথে, শোনাবো এই ব্যান্ডের কয়েকটি গান। বিয়ন্ড চীনের হংকংয়ের একটি রক ব্যান্ড। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। ১৯৮৩ সালে যুবক 'হুয়াং চিয়া চু' এবং 'ইয়ে সি রং'-এর বন্ধুত্ব হয়। দুজনেই ব্রিটিশ রক গান পছন্দ করেন। তাই হুয়াং চিয়া চু ও ইয়ে সি রং এবং অন্য দু'জনসহ চার জন মিলে বিয়ন্ড নামের ব্যান্ড প্রতিষ্ঠা করেন। এখন আমি আপনাদেরকে ব্যান্ডের ‘ধূসর ট্র্যাক’ শীর্ষক গান শোনাবো।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন বিয়ন্ড ব্যান্ডের ‘ধূসর ট্র্যাক’ শীর্ষক গান। পরে অন্য দুজন ব্যান্ড থেকে সরে যান। এরপর ব্যান্ডে যোগ দেন 'হুয়াং চিয়া ছিয়াং' এবং 'ওয়াং ও ওয়েন'। ১৯৮৫ সালে এ ব্যান্ডের সদস্য আবার পরিবর্তন হয়। ওয়াং ও ওয়েনের বদলে এবার 'হুয়াং কুয়ান চুং' ব্যান্ডে যোগ দেন। এখন শোনাবো ব্যান্ডটির ‘সমুদ্র এবং আকাশ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন বিয়ন্ড ব্যান্ডের ‘সমুদ্র এবং আকাশ’ শীর্ষক গান। এ ব্যান্ডের প্রধান গায়ক ও গিটারবাদক হলেন হুয়াং চিয়াং চু। হুয়াং কুয়ান চুং গিটারবাদক। হুয়াং চিয়াং ছিয়াং বেইজ গিটার বাদক এবং ইয়ে সি রং ড্রামার। ১৯৮৬ সালে বিয়ন্ড তাদের প্রথম অ্যালবাম 'Goodbye ideal' প্রকাশ করে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘আর দ্বিধা নেই’ শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন বিয়ন্ড ব্যান্ডের ‘আর দ্বিধা নেই’ শীর্ষক গান। ১৯৮৮ সালে তারা বিখ্যাত একটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এটা ব্যান্ডের সদস্যদের পেশাদার জীবনের গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট। তখন থেকে তাঁরা গানের মাধ্যমে সামাজিক অশুভ শক্তিগুলোর সমালোচনা করা শুরু করেন। এসময় তাদের গান আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির ‘আমি সত্যি তোমাকে ভালোবাসি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন বিয়ন্ড ব্যান্ডের ‘আমি সত্যি তোমাকে ভালোবাসি’ শীর্ষক গান। একই বছর সেপ্টেম্বর মাসে তারা প্রকাশ করেন 'Secret police' নামের একটি অ্যালবাম। এ অ্যালবাম তাদের সংগীতরীতিকে জনপ্রিয় করে তোলে। প্রিয় বন্ধুরা, এখন শুনবো এ অ্যালবামের ‘ভূমি' শীর্ষক একটি গান। এ গান ১৯৮৮ সাল পর্যন্ত বিয়ন্ডের সবচেয়ে জনপ্রিয় একটি গান ছিল। এ দলের প্রধান গায়ক হুয়াং চিয়ে চুর বদলে গিটারবাদক হুয়াং কুয়ান চুং গানটি গেয়েছেন। ১৯৮৮ সালে হংকংয়ে এ গান প্রকাশ করা হয়। এতে মাতৃভূমির প্রতি হংকংয়ের ভালোবাসা প্রকাশিত হয়েছে।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)