মেক্সিকোর সাথে বাস্তব সহযোগিতার প্রচারের জন্য উন্মুখ চীন: মুখপাত্র
2024-10-21 19:24:41

অক্টোবর ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন, মেক্সিকোর সাথে সম্পর্কোন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান জোরদার করতে, বাস্তবসম্মত সহযোগিতা প্রচার করতে, ক্রমাগতভাবে চীন-মেক্সিকোর সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের বিষয় সমৃদ্ধ করে তুলতে এবং আরো ভালোভাবে উভয় দেশের জনগণের কল্যাণ করতে মেক্সিকোর সাথে কাজ করার জন্য উন্মুখ।

উল্লেখ্য, মেক্সিকোর নব নির্বাচিত প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম পার্দো কয়েকদিন আগে মেক্সিকো সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন যে, মেক্সিকো ও চীনের মধ্যে বাণিজ্য ও সংস্কৃতিসহ নানা বিভিন্ন ক্ষেত্রে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তার দেশ চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন অব্যাহত রাখবে।

 এ প্রসঙ্গে লিন চিয়ান বলেন, ‘চীন ও মেক্সিকো ভালো বন্ধু যারা একে অপরকে বিশ্বাস করে এবং অভিন্ন উন্নয়নের জন্য ভালো অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে, চীন-মেক্সিকো সম্পর্কের কৌশলগত প্রকৃতি, পরিপূরকতা এবং পারস্পরিক সুবিধাগুলো ক্রমাগতভাবে তুলে ধরা হয়েছে, এবং বাস্তব সহযোগিতা ফলপ্রসূও হয়েছে, যা কার্যকরভাবে উভয় দেশের জনগণের মঙ্গল বৃদ্ধি করেছে। প্রেসিডেন্ট শেইনবাউম নেতৃত্বে মেক্সিকো স্বাধীন উন্নয়নের পথে নতুন এবং উত্তরোত্তর সাফল্য অর্জন করবে বলে চীন বিশ্বাস করে।

(লিলি/হাশিম/তুহিনা)