শীতকালে গ্যাসের চাহিদা পূরণে নতুন গ্যাস কূপ খনন
2024-10-21 14:26:03

অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের তাছিং অয়েলফিল্ডে নতুন গ্যাস কূপ খনন করে উৎপাদন বাড়ানো হচ্ছে। মূলত শীতকালে কয়েক মিলিয়ন পরিবারের গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যেই চাওতোং সিটির সুশেন গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলনের সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। উত্তোলন শুরু হলে এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৬ লক্ষ ঘন মিটার গ্যাস উৎপাদন হবে। যা দিয়ে দুই মিলিয়ন পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব।

সুশেন গ্যাস কূপটি তাছিং অয়েলফিল্ডের একটি অংশ। তাছিং অয়েলফিল্ডে ১৯৫০-এর দশকের শেষের দিক থেকে তেল উৎপাদন করা হচ্ছে।

তাছিং অয়েলফিল্ড গ্যাস প্রোডাকশন ব্রাঞ্চ কোম্পানির নির্মাণ ব্যবস্থাপনা অফিসের উপ-পরিচালক হ্য ইয়ংলিং বলেন, ‘এই প্রকল্পটি মূলত একটি নতুন গ্যাস স্টেশন এবং ছয়টি গ্যাস কূপ নিয়ে গঠিত। এখন আমরা প্রকল্পটি শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছি, ছয়টি গ্যাস কূপকে পাইপলাইনের সঙ্গে সংযুক্ত করছি। আমরা শীতের মৌসুমের আগেই ছয়টি গ্যাস কূপ চালু করার চেষ্টা করছি।’

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি