অক্টোবর ২১: মিশর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র ম্যালেরিয়া নির্মূল প্রশংসাপত্র পেয়েছে। এ পর্যন্ত বিশ্বের ৪৫টি দেশ ও অঞ্চলের ম্যালেরিয়া নির্মূল প্রশংসাপত্র পেয়েঝে। ডব্লিউএইচও’র অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১০০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার একটি দেশের জন্য এটা ১০০ বছর ধরে মিশর সরকার ও জনগণের ম্যালেরিয়া নির্মূলের অবিরাম চেষ্টার ফল এবং জনস্বাস্থ্য খাতের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ডব্লিউএইচও’র মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, মিশরের ম্যালেরিয়া নির্মূল সেই অঞ্চলের অন্যান্য দেশের জন্য একটি উত্সাহ, এটাও প্রমাণ করেছে যে সঠিক উপায় ও সম্পদের ব্যবহারে এই রোগ নির্মূলে অগ্রগতি অর্জন করতে পারে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)