অক্টোবর ২১, সিএমজি বাংলা ডেস্ক: ৬ষ্ঠ গ্রেন ট্রেডিং কনফারেন্স বা শস্য বাণিজ্য সম্মেলনে অত্যাধুনিক প্রযুক্তিসহ বিভিন্ন সরঞ্জাম প্রথমবারের মতো প্রদর্শন করা হয়েছে যা চীনের খাদ্য নিরাপত্তা অর্জনে প্রযুক্তির ব্যবহারকে তুলে ধরেছে। মধ্য চীনের হুবেই প্রদেশের উহান সিটিতে এই সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়।
ধানের ক্ষেতের ডিজিটাল ক্লাউড প্ল্যাটফর্ম মনিটরিং এবং স্বয়ংক্রিয় এআই সরঞ্জাম থেকে শস্যের অবস্থা পরীক্ষা করা, স্মার্ট রোবট স্ট্যাকিং, লোডিং এবং গুদামে পণ্য বহন করাসহ বিভিন্ন প্রযুক্তি ও সরঞ্জাম চীনের উৎপাদনসহ কৃষির পুরো শিল্প শৃঙ্খলের ডিজিটালাইজেশন তুলে ধরেছে।
গ্রেইন ট্রেডিং কনফারেন্সে তিন হাজারের বেশি কোম্পানি তাদের আধুনিক পণ্য প্রদর্শন করেছে।
শান্তা/মিম