অক্টোবর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বৃহত্তম তেল শোধনাগার চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশন (সিনোপেক গ্রুপ) জানিয়েছে শেল তেল উৎপাদনে রেকর্ড করেছে তাদের শেংলি অয়েলফিল্ড। এখানকার একটি কূপ থেকে দিনে এখন সর্বোচ্চ ২৬২ টনেরও বেশি শেল তেল উৎপাদন হচ্ছে। রোববার এ তথ্য জানিয়েছে সিনোপেক গ্রুপ।
দুই বছর আগে পূর্ব চীনের শানতোং প্রদেশের ৭ হাজার ৩০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে থাকা চিয়াং শেল তেল অঞ্চলে মোট ৯৪টি কূপ খনন করা হয়। এর মধ্যে ৩৬টি কূপ দিনে সর্বোচ্চ ১০০ টনের বেশি উৎপাদন করছে। সিনোপেক শেংলি অয়েলফিল্ড জানায়, প্রযুক্তিগত উদ্ভাবনের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।
শেল তেল হলো এমন এক তরল হাইড্রোকার্বন যা পাথরের গঠনে আটকে থাকে এবং পরিশোধন করা হলেই তা নির্গত হয়। এটি কার্বনেট শিলা, বেলেপাথর এবং পলিপাথরের পাতলা আস্তরে পাওয়া যায়।
চীনে প্রচুর শেল তেলের খনি রয়েছে। তবে এগুলোর অনুসন্ধান ও উত্তোলন অপেক্ষাকৃত কঠিন।
এই শেল তেল উত্তোলনে সিনোপেক শেংলি অয়েলফিল্ড সিনথেটিকভিত্তিক ড্রিলিং ফ্লুইড প্রযুক্তি ব্যবহার করেছে। এতে করে খননের সময় ১৩৩ দিন থেকে কমে প্রায় ৩০ দিনে পৌঁছেছে।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি