ফুচৌতে মিনচিয়াং বিশ্ববিদ্যালয়ের আন্তঃপ্রণালী সমন্বিত উন্নয়ন ফোরাম অনুষ্ঠিত
2024-10-20 16:28:46

অক্টোবর ২০: মিনচিয়াং বিশ্ববিদ্যালয়ের আন্তঃপ্রণালী সমন্বিত উন্নয়ন ফোরাম—চীনা জাতির অভিন্ন জন্মভূমি তৈরি বিষয়ক একাডেমিক সেমিনার গতকাল (শনিবার) চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌ শহরে অনুষ্ঠিত হয়। তাইওয়ান প্রণালীর দুই পাশের ৮০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও পণ্ডিত চীনা জাতির অভিন্ন বাসভূমি তৈরির লক্ষ্য, উপায় ও পদক্ষেপ নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান ইনস্টিটিউটের ডিন লি পেং বলেন, এই সেমিনারের প্রতিপাদ্য—চীনা জাতির অভিন্ন জন্মভূমি তৈরির গুরুত্বপূর্ণ ব্যবহারিক তাত্পর্য রয়েছে। বর্তমান তাইওয়ান প্রণালীর জটিল পরিস্থিতিতে কীভাবে ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ শক্তির বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করা যায়, চীনা জাতির অভিন্ন জন্মভূমি রক্ষা করা যায়, তা গভীর আলোচনা-যোগ্য একটি বিষয়।

তাইওয়ানের পণ্ডিত হুয়াং ছিং সিয়ান বলেন, তাইওয়ান প্রণালীর দুই পাশের একই উত্স, সংস্কৃতি রয়েছে, তাই দু’পাশের ‘অভিন্ন ভাগ্য’ও রয়েছে। দু’পাশের জনগণের চীনা জাতীয় সম্প্রদায়ের চেতনা প্রতিষ্ঠা করা উচিত।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)