অক্টোবর ২০: কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার চতুর্থ সংস্কৃতি ও শিল্প উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল (শনিবার) রাতে হংকং হোং খান ক্রীড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। হংকং এই প্রথমবারের মতো এই উত্সবের আয়োজন করছে।
‘বৈচিত্র্য এবং একীকরণ, সীমাহীন সুযোগ তৈরি করা’ থিমযুক্ত এই উত্সবে ১৯ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের কয়েকটি শহরে ২৬০টিরও বেশি অনুষ্ঠানের আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে শিল্প পারফরম্যান্স, জাদুঘরে প্রদর্শনী, লাইব্রেরির অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা কার্যক্রম। কুয়াংতো, হংকং এবং ম্যাকাওয়ের যৌথ সহযোগিতায় কিছু অনুষ্ঠানও উত্সব চলাকালীন সময়ে আয়োজিত হবে।
হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী লি কা-চিউ একটি ভিডিও বক্তৃতায় বলেছেন যে, হংকং ‘এক দেশ, দুই ব্যবস্থা’র অধীনে মাতৃভূমির দ্বারা সমর্থিত এবং বিশ্বের সাথে সংযুক্ত করার অনন্য সুবিধাগুলো ব্যবহার করে যাবে এবং মূল ভূখণ্ড ও বিদেশের সাথে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, চীনা সংস্কৃতির প্রচার করবে এবং বিশ্ব মঞ্চে ভাল চীনা গল্পের কথা জানাবে।
(লিলি/হাশিম/তুহিনা)