চীনের উন্নয়নকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র: পুতিন
2024-10-20 16:50:53

অক্টোবর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উন্নয়নকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র, কারণ একটি অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে নানা বিষয় জড়িত থাকে। শুক্রবার মস্কোয় ব্রিকস দেশগুলোর নেতৃস্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে সিজিটিএন-এর এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে চীনা মিডিয়ার প্রতিনিধিত্বকারী আউটলেট ছিল সিজিটিএন।

 

পুতিন বলেন, চীনের উন্নয়নকে নিয়ন্ত্রণে রাখার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা মার্কিন অর্থনীতিকেও প্রভাব ফেলবে। তিনি সতর্ক করে বলেন, এই প্রচেষ্টা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাত বৈশ্বিক প্রতিযোগিতা থেকে সরে যেতে পারে।

 

রুশ প্রেসিডেন্ট বলেন, চীন ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক বছরগুলোয় দ্বিপক্ষীয় বাণিজ্যে যে দ্রুত বৃদ্ধি হয়েছে তা সমতা ও পারস্পরিক সুবিধার ওপর  ভিত্তি করে নির্মিত। তিনি আরও যোগ করেন, দুই দেশ একে অপরের স্বার্থ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এটি শুধু কথার কথা নয়, এটি দ্বিপক্ষীয় সহযোগিতার বাস্তবতা।

 

চীন ও রাশিয়ার মধ্যে বর্তমান বাণিজ্য ভারসাম্য কাঠামো উভয় পক্ষের যৌথ প্রচেষ্টার কারণে এতদূর এসেছে উল্লেখ করে পুতিন বলেন, ‘আমাদের ফোকাস শুধু আলোচনার দিকে নয়; আমরা পদক্ষেপও নিই।’

 

চীন-রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ প্রশ্নে পুতিন বলেন, দুই দেশ জ্বালানি, কৃষি, অবকাঠামো এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে থাকবে। রাশিয়া তেল ও প্রাকৃতিক গ্যাসসহ চীনে রপ্তানি বৃদ্ধি অব্যাহত রাখবে এবং চীনের সঙ্গে কৃষি সহযোগিতা সম্প্রসারণে কাজ করবে বলেও জানান পুতিন।

 

ব্রিকস সম্মেলনের প্রাক্কালে মিডিয়ার সঙ্গে পুতিনের বৈঠকটি অনুষ্ঠিত হলো কাজান শহরে। এ বছরের শুরুতেই গ্রুপে নতুন করে যোগ হয়েছে মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

 

বৃহত্তর ব্রিকস সহযোগিতার বিষয়ে পুতিন বলেন, প্রতিটি দেশের স্বতন্ত্র সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। তিনি যোগ করেন, যখন নতুন কোনো দেশ কোনো আন্তর্জাতিক সংস্থায় যোগ দেয়, তখন তারা তাদের নিজস্ব কিছু অবদান রাখে।

 

শুক্রবারের বৈঠকে ইউক্রেন সংকট ও বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মতো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পুতিন।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিজিটিএন