চীনা পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা কানাডার
2024-10-20 17:06:39

অক্টোবর ২০, সিএমজি বাংলা ডেস্ক: কানাডা সরকার শুক্রবার ঘোষণা করেছে, তাদের ব্যবসায়ীরা এখন চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক যানবাহন (ইভি), ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর সারট্যাক্স মওকুফের অনুরোধ জানাতে পারবে।

 

কানাডার অর্থ মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কানাডা সরকার ইতোমধ্যে সারট্যাক্স মওকুফ করবে বা প্রদত্ত সারট্যাক্স ফেরত দেবে।

 

দেশটির মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, জটিল উৎপাদন খাতের পণ্যের সম্ভাব্য সারট্যাক্সের ক্ষেত্রেও এ শুল্ক মওকুফ প্রযোজ্য হবে। এতে যোগ করা হয়েছে, এ মওকুফের উপযুক্ত সময়কাল বিবেচনা করবে কানাডার কেন্দ্রীয় সরকার।

 

অক্টোবরেই কানাডা চীনা পণ্যে শুল্কারোপ করে। চীনের তৈরি ইভিতে ১০০ শতাংশ এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ সারট্যাক্স আরোপ করা হয় এ মাসের শুরুর দিকে।

 

ফয়সল/শুভ

 

তথ্য ও ছবি: সিসিটিভি