অক্টোবর ২০: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি জাতীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলগুলোর কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলগুলোর নির্মাণ চীনের সংস্কার এবং উন্মুক্তকরণকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পরিমাপক। বিগত ৪০ বছরে, জাতীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলগুলো উন্মুক্তকরণকে সম্প্রসারণ করে আসছে, সংস্কার ও উদ্ভাবনকে গভীরতর করে আসছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্মুক্ত একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থার নির্মাণ, আঞ্চলিক সমন্বিত উন্নয়ন এবং মানসম্পন্ন শিল্পের উচ্চতর উন্নয়নে ইতিবাচক অবদান রেখেছে।
নির্দেশনায় সি চিন পিং জোর দিয়ে বলেন, নতুন যুগ এবং নতুন যাত্রায় জাতীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলগুলোকে চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় ও তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে। পার্টির সামগ্রিক নেতৃত্ব মেনে চলা, উন্নয়নের নতুন ধারণা বাস্তবায়ন করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ এগিয়ে যাওয়া, অব্যাহতভাবে উদ্ভাবনের প্রাণবন্ত শক্তি চাঙ্গা করা, উন্নয়নের নতুন প্যার্টানে অংশগ্রহণ করা, উচ্চস্তরের বৈদেশিক উন্মুক্ততার মাধ্যমে গভীর পর্যায়ের সংস্কার ও মানসম্পন্ন উন্নয়ন বেগবান করা উচিত্। ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের উচ্চ-মানের যৌথ নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এবং বিনিয়োগ আকর্ষণের পদ্ধতি উদ্ভাবন করতে হবে এবং উত্পাদন শিল্পের ভিত্তি উন্নত করতে, উচ্চ-মানসম্পন্ন, সবুজ এবং ডিজিটাল শিল্পের প্রচার এবং স্থানীয় পরিস্থিতি অনুসারে নতুন মানের উত্পাদন শক্তি বিকাশ করতে হবে।
উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন অঞ্চলগুলোর প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে আলোচনা সভা আজ (রোববার) থিয়েন চিন শহরে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং উপ প্রধানমন্ত্রী হ্য লি ফেং সভায় সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশাবলী পৌঁছে দেন এবং বক্তব্য রাখেন।
(লিলি/হাশিম/তুহিনা)