অক্টোবর ২০: মলদোভায় আজ রোববার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য সাংবিধানিক সংশোধনীর উপর একটি গণভোট অনুষ্ঠিত হয়। বর্তমান প্রেসিডেন্ট মাইয়া সান্দুসহ মোট ১১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় সময় রোববার ৭টায় ভোট শুরু হয় এবং একই দিন রাত ৯টায় শেষ হয়। সরকারী পরিসংখ্যান অনুসারে, মলদোভায় ৩.৩ মিলিয়ন নিবন্ধিত ভোটার রয়েছে এবং এই নির্বাচনের জন্য মলদোভার ভিতরে এবং বাইরে মোট ২ হাজার ২১৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়। মলদোভার আইন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ভোট বৈধ হওয়ার জন্য এক-তৃতীয়াংশের বেশি ভোটারকে ভোট দিতে হবে। প্রার্থীকে অবশ্যই অর্ধেকের বেশি ভোট পেতে হবে যদি কোনো প্রার্থী জিততে না পারে, তাহলে সবচেয়ে বেশি ভোট পাওয়া শীর্ষ দুই প্রার্থী ৩ নভেম্বরে দ্বিতীয় দফা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য সাংবিধানিক সংশোধনীতে গণভোটে ভোটাররা সিদ্ধান্ত নেবেন যে ইউরোপীয় একীকরণের কৌশলগত লক্ষ্যগুলো প্রতিষ্ঠার জন্য মলদোভার বর্তমান সংবিধান সংশোধন করা হবে কিনা।
(স্বর্ণা/হাশিম/লিলি)